1. protinews24@gmail.com : protinews.com : Bamgakobi Zahed
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০, ০৯:২১ পূর্বাহ্ন

মুসলিম যুব সমাজ শাহী ঈদগাহ এর প্রতিবাদ মিছিলে ফ্রান্সের পণ্য বয়কটের আহবান

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৫২

শাকিরুল ইসলাম গউস-সিলেট প্রতিনিধি 

মুসলিম যুব সমাজ শাহী ঈদগাহ করতৃক আয়োজিত আজকের বিহ্মোভ মিছিল ও পথ সভায় নেতৃবৃন্দ বলেছেন, হযরত মুহাম্মদ (সা.) সর্বশ্রেষ্ঠ, নির্দোষ, নির্ভুল ও নিষ্পাপ নবী । আল্লাহ তাআলা তাঁকে সমগ্র বিশ্বজাহানের মানুষের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। প্রত্যেক যুগে প্রকাশ্যে এবং ছদ্মবেশে ইসলামের শত্রুরা রাসূলের উপর আক্রমণ করে আসছে। প্রকাশ্যে রাসূলের উপর আক্রমণকারীদের অন্যতম হচ্ছে ইয়াহুদি, খিস্ট্রান আর ছদ্মবেশি আক্রমণকারীদের অন্যতম হচ্ছে কাদিয়ানী, শিয়া, মওদুদীবাদী ইত্যাদী। এবার ফ্রান্স রাষ্ট্রীয় মদদে রাসূল (সা.) ব্যাঙ্গ চিত্র প্রদর্শন করে মুসলমানদের প্রতি আক্রমণ করেছে। এটা মুসলমানদের ধ্বংস করার পায়তারার একটি অংশ। অনতিলম্বে এসব অহেতুক কার্যক্রম বন্ধ করার দাবি জানান বক্তারা এবং সাথে সাথে বলেন রাষ্ট্রীয় ভাবে ফ্রান্সের বিরুদ্ধে সংসদে নিন্দা প্রস্তাব ও মুসলীমদের প্রতি ফ্রান্সের উৎপাদিত সকল পণ্য বর্জন করা অনুরোধ জানান।

মংগলবার বাদ যোহর সিলেট নগরীতে মুসলিম যুব সমাজ শাহী ঈদগাহ’র উদ্যোগে এক বিক্ষোভ মিছিল শেষে পথ সভায় বক্তারা এ কথা বলেন।

মিছিলটি শাহী ঈদগাহে শাহ মিরাজী জামে মসজিদ থেকে শুরু করে বিভিন্ন সড়ক পদক্ষিন আল্লাহু চত্ত্বরের সামনে এক পথ সভায় মিলিত হয়। মাওলানা মতিউর রহমান খান সাহেবের সভাপতিত্বে ও শাকিরুল ইসলাম গউছ এর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর জনাব কয়েছ লোদী, আরও বক্তব্য রাখেন হাফিজ মাওলানা সাব্বির আহমদ, মাওলানা সাইফুর রহমান, মাওলানা হোসাইন আহমদ, সিলেট জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য  লিটন আহমেদ, হাতিমবাগ এলাকার বিশিষ্ট সমাজসেবী আব্দুশ শহীদ, আতিকুর রহমান, জাতীয় মানবাধিকার সোসাইটির সাংগঠনিক সম্পাদক মেরাজ হোসেন চৌধুরী, সহ-সাংগঠনিক শাহ দিলাল আহমদ, ২০নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হুসাইন আহমেদ চৌধুরী শাহিন, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, মুহিবুর রহমান, ফুরকান আহমদ, সাজু আহমদ,তরুন দায়ী সামিয়ান আহমদ ও মাহীন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© বঙ্গকবি মিডিয়া লিমিটেড