1. protinews24@gmail.com : protinews.com : Bamgakobi Zahed
বুধবার, ২১ অক্টোবর ২০২০, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম

প্রিয় নবী মুহাম্মদ (সাঃ) এর এমন কিছু সুন্নাহ যা আমরা ভুলেই গেছি” !!

  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৬৩

হযরত মাওলানা নাজিমউদ্দীন সাহেব দা.বাঃ

হুজাই(জয়নগর),আসাম, ইন্ডিয়া   

১। মাঝে মাঝে বৃষ্টিতে ভিজা।
সহীহ মুসলিম- ৮৯৮

২। বৃষ্টি আসলে দোয়া করা।
সহীহ বুখারী- ১০৩২

৩। রাতে স্ত্রীকে সাথে নিয়ে নির্জনে হাঁটা।
বুখারী- ৫২১১

৪। স্ত্রীর রান্না করা হালাল খাবারের দোষ না ধরা।
খেতে মন না চাইলে চুপ থাকা।
মুসলিম- ২০৬৪।

৫। কোনো কিছু জানা না থাকলে স্বীকার করা যে, আমি জানি না।
বায়হাকী- ১৭৫৯৫।

৬। মাঝে মাঝে বিপদে আকাশের দিকে মাথা তোলা।
আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো আল্লাহকে বলা।
মুসলিম- ২৫৩১।

৭। খুব খুশি হলে সিজদায় লুটিয়ে পড়া।
মুখতাসার যাদুল মা’ আদ- ১/২৭

৮। ধোঁয়া ওঠা গরম খাবার ঠান্ডা না হওয়া পর্যন্ত না খাওয়া।
বায়হাকি-৪২৮।

৯। করযে হাসানা
(সুদ বিহীন ঋণ) দেয়া।- ২২৬৮২।

১০। নফল ও সুন্নাহ সালাতগুলো নিজের ঘরে পড়া।
বুখারী- ৭৩১

১১। বাসা থেকে বের হওয়ার সময় এবং বাসা ফিরে দুই রাকাআত সালাত আদায় করা।
মুসনাদে বাযযার- ৮৫৬৭।

১২। দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতো না পরা।
বিশেষ করে শো জুতা।
আবু দাউদ- ৪১৩৫।

১৩। যতই ভালো খাবার হোক ভরা পেটে না খাওয়া।
তিরমিযী- ২৪৭৮।

১৪। ফজরের সালাতের পর সালাতের স্থানে বসে তসবি পড়া।
অতঃপর সূর্য উঠার পর দুই রাকাআত সালাত আদায় করা।
আরশিফু মুলতাকা- ৪৫৬৯।

১৫। দ্বীনের দাওয়াত সহজ করার উদ্দেশ্যে নতুন একটি ভাষা শিখা।
মুসনাদে আহমাদ- ২১৬১৮।

১৬। বাড়িতে অজু করে রুমাল দিয়ে হাতপা মুছে মসজিদে জামায়াতে যাওয়া।
তাবরানী- ৬১৩৯।

১৭। মানুষের মাঝে বিবাদ মিটিয়ে দেয়া।
মুসনাদে আহমাদ- ২৭৫০৮।

১৮। রাতে অজু অবস্থায় ঘুমানো।
ফাতহুল বারি- ১১/১১০।

১৯। মাঝে মাঝে খালি পায়ে হাঁটা।
আবু দাউদ- ৪১৬০।

প্রিয় নবী (সাঃ) এর পুরো জীবন আমাদের জন্য অনুসরণীয়।

সংবাদটি শেয়ার করুন

One response to “প্রিয় নবী মুহাম্মদ (সাঃ) এর এমন কিছু সুন্নাহ যা আমরা ভুলেই গেছি” !!”

  1. Robiul Hassan says:

    অসাধারণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© বঙ্গকবি মিডিয়া লিমিটেড